তারিখ লোড হচ্ছে...
সর্বশেষ লাইভ ই-পেপার
খুঁজুন
শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১৮ আশ্বিন, ১৪৩২
লোড হচ্ছে...
নিউজ লোড হচ্ছে...
ব্রেকিং:
প্রেমিকের হাত ধরে উধাও স্ত্রী, ফিরে পেতে সবার কাছে দোয়া চাইলেন স্বামীহাঁসের মাংস বিক্রেতা ভাইরাল শাকিলার পরকীয়ার জেরে স্বামীর আত্মহত্যার অভিযোগনুরের ওপর সেনা-পুলিশের হামলা ‘ন্যাক্কারজনক’, সেনাবাহিনীর নিঃশর্ত দুঃখপ্রকাশের দাবি নাহিদের‘ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই’: রাজনীতির সমালোচনায় আসিফ আকবরযাত্রীদের জোরে নিজের জুস খেয়ে অজ্ঞান পার্টির সদস্য নিজেই অজ্ঞাননুরুল হক নুরের রক্তাক্ত ছবি ফেসবুকে পোস্ট করে ক্ষোভ প্রকাশ হাসনাত আব্দুল্লাহরজাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে মারাত্মক আহত নুরুল হক নুরবিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির সংঘর্ষে আহত রাশেদ খানসহ অনেকেভারতে ডাকাত সন্দেহে গুগল ম্যাপস কর্মীদের গণপিটুনিবরগুনায় যুবদল নেতা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেনআওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকী আটকআবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার মাহিয়া মাহি আটকঋণের চাপ সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যাচুরি-ছিনতাই করে জমানো প্রায় ৩৫ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার নিয়ে দ্বন্দ্বে দুই ভাই মিলে আরেক ভাইয়ের চোখ উপড়ে নিলেনচাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তারঢাকার বিমানবন্দরে নেমে স্বজনের খোঁজে মানসিক ভারসাম্যহীন প্রবাসী সুমনমুসলিম বন্ধুর জানাজায় কান্নায় করা সেই সুধীর বাবু মারা গেছেনসন্ত্রাসবিরোধী মামলায় সাবেক যুগ্ম সচিব ও বাঞ্ছারামপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।প্রচারণার প্রথম দিনেই শিবির সমর্থিত জোটের ব্যানার ভাঙচুরপারিবারিক কলহের জেরে স্ত্রীর পরিকল্পনায় মামাতো ভাইয়ের হাতে যুবদল নেতা খুন

হলিউডে নতুন কিছু নেই: পুরোনো যুগের নস্টালজিয়া, রিমেক আর ফ্র্যাঞ্চাইজির দৌরাত্ম্য

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ণ
হলিউডে নতুন কিছু নেই: পুরোনো যুগের নস্টালজিয়া, রিমেক আর ফ্র্যাঞ্চাইজির দৌরাত্ম্য

রিপোর্ট: বিনোদন ডেস্ক
হলিউডে যেন ঘুরেফিরে একটাই দৃশ্য—নতুনত্ব নয়, পুরোনোর পুনর্জন্ম। গ্যারেথ এডওয়ার্ডস পরিচালিত সপ্তম জুরাসিক পার্ক সিনেমার ঘোষণা তাই একটুও চমক সৃষ্টি করেনি। বরং তিনি নিজেই বলছেন, এটি মূলত “কারাওকে”—একটি সেন্টিমেন্টাল ক্লোনিং। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি চাইছিলাম এটি যেন এমন একটি চলচ্চিত্র মনে হয়, যা ইউনিভার্সাল স্টুডিও তাদের আর্কাইভে ধুলো ঝেড়ে খুঁজে পেয়েছে, আর ভাবছে, ‘আরে! এটা আমরা কখন বানালাম?’”

নতুন নাম Jurassic World: Rebirth, তবে পুরোনো আবহে ফিরে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত মিলেছে পরিচালকের কথায়। কেবল জুরাসিক নয়, সামগ্রিকভাবে হলিউড যেন ৯০-এর দশকের টাইম মেশিনে চেপে বসেছে।


রিমেকের ঢেউ: নস্টালজিয়ার বাজারে বাম্পার ব্যবসা

আগামী কয়েক সপ্তাহেই মুক্তি পাচ্ছে I Know What You Did Last Summer—পুরোপুরি ১৯৯৭ সালের সিনেমার নামে, সেই পুরোনো গল্প নিয়েই। ফিরে আসছেন সেই সময়ের তারকারাও—জেনিফার লাভ হিউইট ও ফ্রেডি প্রিন্স জুনিয়র। অথচ ২০০৬ সালের সিক্যুয়েলটি পুরোপুরি ‘নন-ক্যানোনিকাল’ বলে বাতিল!

তারপর আসছে The Naked Gun, এবার লিয়াম নিসন পা রাখছেন লেসলি নিলসনের বিখ্যাত চরিত্রে। Olivia Colman ও Benedict Cumberbatch হাজির হচ্ছেন The Roses-এ—১৯৮৯ সালের The War of the Roses-এর রিমেক। এছাড়া Jamie Lee Curtis ও Lindsay Lohan ফিরছেন Freaky Friday-এর সিক্যুয়েল Freakier Friday-এ। ইতোমধ্যেই চলছে 28 Years Later, আর ফিরছে Final Destination: Bloodlines—১৪ বছর পর নতুন কিস্তি।

সাথে যুক্ত হয়েছে নতুন Superman, Fantastic Four, এবং Harry Potter and the Goblet of Fire, The Goonies, Sense and Sensibility, Spinal Tap-এর বিশেষ বার্ষিকী পুনঃপ্রদর্শন।


বিশ্লেষকরা বলছেন, হলিউড এখন মূলত ‘কমফোর্ট ফুড’ পরিবেশনের মেজাজে। বিশ্বব্যাপী সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যে দর্শকরা চাইছেন পরিচিত গল্প, পরিচিত চরিত্র।
চলচ্চিত্র সাংবাদিক স্টিভেন গেইডস বলছেন, “আমেরিকানরা অতীতেই ফিরতে চায়, যতটা সম্ভব পেছনে। বাস্তবকে না, বরং স্মৃতিকে মোকাবিলা করতে চায়।”

কেন ৯০-এর দশক? কারণ আজকের স্টুডিও নির্বাহীরা তখনই কৈশোর বা যৌবনে পা রেখেছিলেন। গ্যারেথ এডওয়ার্ডস নিজেই আসছে সপ্তাহে ৫০ বছরে পা রাখছেন।


কোভিডের ধাক্কায় বিশ্বজুড়ে প্রায় ৮ হাজার প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যায়, যার অর্ধেকই যুক্তরাষ্ট্রে। এর পাশাপাশি ২০২৩ সালের দীর্ঘ লেখক ও অভিনয়শিল্পী ধর্মঘটে কনটেন্ট উৎপাদন থেমে গিয়েছিল। ফলে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো সুযোগ কাজে লাগিয়ে বাজারে নিজেদের দখল আরও শক্ত করেছে। এমন অবস্থায় স্টুডিওগুলো নতুন কিছু নিয়ে ঝুঁকি নিতে চাইছে না।

ডিজনির থিয়েট্রিকাল ডিস্ট্রিবিউশন প্রধান অ্যান্ড্রু ক্রিপস বলেছেন, “দর্শকরা বড় বাজেটের পরিচিত গল্পই চায়—Inside Out 2, Deadpool & Wolverine, Moana 2, Despicable Me 4-এর মতো।”


তবে সব দরজা বন্ধ হয়ে যায়নি। এই গ্রীষ্মে মুক্তি পাচ্ছে কিছু উল্লেখযোগ্য মৌলিক সিনেমা—

  • Materialists (Celine Song পরিচালিত, অভিনয়ে: Dakota Fanning, Pedro Pascal, Chris Evans)
  • Bring Her Back (ভয়াবহ এক হরর, Sally Hawkins প্রধান চরিত্রে)
  • Eddington (Ari Aster পরিচালিত, Joaquin Phoenix, Emma Stone ও Pascal সহ)—কোভিড পরবর্তী বিশ্বে সোশ্যাল মিডিয়া বিভ্রান্তি নিয়ে নির্মিত একটি প্রাসঙ্গিক ছবি।

এর পাশাপাশি আছে কিছু সাফল্য যেমন:

  • F1: The Movie (Brad Pitt অভিনীত রেসিং ড্রামা, $300M বাজেটে $167M আয়)
  • Sinners (Ryan Coogler পরিচালিত অতিপ্রাকৃত হরর, Michael B Jordan প্রধান চরিত্রে, $90M বাজেটে $365M আয়)

তবে সমালোচকদের মতে, এই ছবিগুলোও একেবারে মৌলিক নয়। অনেকেই বলছেন, এগুলোও বড় ব্র্যান্ড ও পুরোনো ঘরানার শৈলী থেকে নির্মিত।


সিনেমার মূলধারায় যতই সৃজনশীলতার সংকট চলুক, স্ট্রিমিং প্ল্যাটফর্মে ঠিকই চলেছে সাহসী ও মৌলিক গল্প বলার চেষ্টা।
Baby Reindeer, Adolescence, The White Lotus, Black Mirror—সবই সাহসী গল্প বলার উৎকৃষ্ট উদাহরণ।

স্টিভেন গেইডস বলেন, “Adolescence একসময় হলে হিট হতো। আজ যদি বলি, এটি শিশু অপরাধ ও বিচারব্যবস্থা নিয়ে তৈরি, তাহলে কেউই শুনবে না।”


Jurassic World: Rebirth মাত্র এক সপ্তাহেই ৮২টি দেশে মুক্তি পেয়েছে, আয় করেছে প্রায় ২৬০ মিলিয়ন ডলার। আর সেখানেই শেষ নয়—Nintendo গেম, LEGO সেট, টি-রেক্স টয়, স্কিন কিট, “Big Gulp” কাপে পানীয়, M&M’s-এর বিশেষ সংস্করণ… সব মিলিয়ে একটি সিনেমা মানেই এখন একটি মাল্টি-চ্যানেল প্রোডাক্ট প্যাকেজ।

গেইডসের ভাষায়, “হলিউড এখন আর সিনেমা তৈরি করছে না, তারা তৈরি করছে ভোক্তা পণ্য।”
অর্থাৎ, ভবিষ্যতের সিনেমা শুধু সিক্যুয়েল নয়—এটা হলো একেকটা “স্লারপি”, আর আমরা সবাই সেই ঠান্ডা মিষ্টি পানীয়ের জন্যই ছুটছি।

সূত্র: দ্যা গার্ডিয়ান

প্রেমিকের হাত ধরে উধাও স্ত্রী, ফিরে পেতে সবার কাছে দোয়া চাইলেন স্বামী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২০ অপরাহ্ণ
প্রেমিকের হাত ধরে উধাও স্ত্রী, ফিরে পেতে সবার কাছে দোয়া চাইলেন স্বামী

জামালপুরে স্বামীকে ছেড়ে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে প্রেমিকের সঙ্গে চলে গেছেন আয়েশা খন্দকার (২২) নামে এক গৃহবধূ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের পাথালিয়া বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

চার বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে স্ত্রী পালিয়ে যাওয়ায় স্বামী তানজিদ ইসলাম অন্তর কান্নায় ভেঙে পড়েছেন। স্ত্রীর ফিরে আসার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে পারিবারিকভাবে আয়েশার সঙ্গে তানজিদের বিয়ে হয়। দুই বছরের মধ্যে আয়েশার জীবনে আরেক পুরুষের উপস্থিতি টের পান স্বামী, যা থেকে দাম্পত্য কলহ বাড়তে থাকে। পরবর্তীতে সেই পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আয়েশার।

বৃহস্পতিবার সকালে তানজিদ ঘুম থেকে উঠে দেখেন স্ত্রী ঘরে নেই। ওয়ারড্রোব থেকে তিন ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লাখ পঁইত্রিশ হাজার টাকা নিখোঁজ। স্ত্রীকে খুঁজতে শহরের বিভিন্ন স্থানে ব্যর্থ হয়ে তিনি সদর থানায় লিখিত অভিযোগ করেন।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, “ঘটনাটি নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।”

হাঁসের মাংস বিক্রেতা ভাইরাল শাকিলার পরকীয়ার জেরে স্বামীর আত্মহত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩০ অপরাহ্ণ
হাঁসের মাংস বিক্রেতা ভাইরাল শাকিলার পরকীয়ার জেরে স্বামীর আত্মহত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভাইরাল শাকিলার পরকীয়ার জেরে আলমগীর মিয়া (২৬) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে নিহতের বড় ভাই খোরশিদ মিয়া বাদী হয়ে স্ত্রী শাকিলা, শ্যালক শাকিল ও সাকিবের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত আলমগীর হোসেন গাজীপুরের কালীগঞ্জ থানার মধ্যপাড়া গ্রামের মৃত সাদেক মিয়ার ছেলে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পাঁচ বছর আগে রূপগঞ্জের পূর্বাচলের ১৩ নম্বর সেক্টরের বিরুলিয়া এলাকার শাকিলার সঙ্গে আলমগীরের বিয়ে হয়। বিয়ের পর থেকে শাকিলা ভাইদের সহায়তায় স্বামীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর শাকিলা এক পরকীয়ায় জড়িয়ে পড়েন। সেই প্রেমিকের সঙ্গে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়লে দাম্পত্য কলহ চরমে ওঠে। এর ধারাবাহিকতায় নির্যাতনের মাধ্যমে আলমগীরকে আত্মহত্যায় প্ররোচিত করা হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।

নিহতের ভাই খোরশিদ মিয়া বলেন, “পরিকল্পিতভাবে স্ত্রী ও শ্যালকরা আমার ভাইকে নির্যাতন ও প্ররোচনার মাধ্যমে আত্মহত্যা করতে বাধ্য করেছে।”

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পরিবার সূত্রে জানা গেছে, রোববার (৩১ আগস্ট) সকালে রূপগঞ্জের নীলা মার্কেটসংলগ্ন শ্বশুরবাড়িতে আলমগীরের সঙ্গে শ্যালক শাকিল ও সাকিবের ঝগড়া হয়। এ সময় তারা আলমগীরের মোটরসাইকেলের কাগজপত্র পুড়িয়ে ফেলেন। পরে সন্ধ্যায় শ্যালক সাকিব ফোন করে জানান, আলমগীর কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে আশিয়ান মেডিকেল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নুরের ওপর সেনা-পুলিশের হামলা ‘ন্যাক্কারজনক’, সেনাবাহিনীর নিঃশর্ত দুঃখপ্রকাশের দাবি নাহিদের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৭ অপরাহ্ণ
নুরের ওপর সেনা-পুলিশের হামলা ‘ন্যাক্কারজনক’, সেনাবাহিনীর নিঃশর্ত দুঃখপ্রকাশের দাবি নাহিদের

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর সেনা-পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি ঘটনাটিকে ‘ন্যাক্কারজনক’ বলে উল্লেখ করে আইএসপিআর-এর বিবৃতি প্রত্যাহার করে সেনাবাহিনীর পক্ষ থেকে জনগণের কাছে নিঃশর্ত দুঃখ প্রকাশের আহ্বান জানান।

রবিবার (৩১ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সামনে তিনি এসব মন্তব্য করেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশে অরাজক পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, জুলাই সনদে গত তিনটি জাতীয় নির্বাচন অবৈধ ঘোষণা করা হয়েছে। সেই অবৈধ নির্বাচনগুলোর সহযোগী জাতীয় পার্টিকে দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে।

তিনি সতর্ক করে বলেন, “যারা ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের জনগণই প্রতিরোধ করবে। নব্বইয়ের গণঅভ্যুত্থানের পর যে ভুল হয়েছিল, এবার তার পুনরাবৃত্তি হবে না।”

এনসিপি আহ্বায়ক আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে নির্বাচন, সংস্কার ও নতুন সংবিধান-সবকিছুই করতে হবে।