তারিখ লোড হচ্ছে...
সর্বশেষ লাইভ ই-পেপার
খুঁজুন
শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১৮ আশ্বিন, ১৪৩২
লোড হচ্ছে...
নিউজ লোড হচ্ছে...
ব্রেকিং:
প্রেমিকের হাত ধরে উধাও স্ত্রী, ফিরে পেতে সবার কাছে দোয়া চাইলেন স্বামীহাঁসের মাংস বিক্রেতা ভাইরাল শাকিলার পরকীয়ার জেরে স্বামীর আত্মহত্যার অভিযোগনুরের ওপর সেনা-পুলিশের হামলা ‘ন্যাক্কারজনক’, সেনাবাহিনীর নিঃশর্ত দুঃখপ্রকাশের দাবি নাহিদের‘ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই’: রাজনীতির সমালোচনায় আসিফ আকবরযাত্রীদের জোরে নিজের জুস খেয়ে অজ্ঞান পার্টির সদস্য নিজেই অজ্ঞাননুরুল হক নুরের রক্তাক্ত ছবি ফেসবুকে পোস্ট করে ক্ষোভ প্রকাশ হাসনাত আব্দুল্লাহরজাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে মারাত্মক আহত নুরুল হক নুরবিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির সংঘর্ষে আহত রাশেদ খানসহ অনেকেভারতে ডাকাত সন্দেহে গুগল ম্যাপস কর্মীদের গণপিটুনিবরগুনায় যুবদল নেতা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেনআওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকী আটকআবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার মাহিয়া মাহি আটকঋণের চাপ সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যাচুরি-ছিনতাই করে জমানো প্রায় ৩৫ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার নিয়ে দ্বন্দ্বে দুই ভাই মিলে আরেক ভাইয়ের চোখ উপড়ে নিলেনচাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তারঢাকার বিমানবন্দরে নেমে স্বজনের খোঁজে মানসিক ভারসাম্যহীন প্রবাসী সুমনমুসলিম বন্ধুর জানাজায় কান্নায় করা সেই সুধীর বাবু মারা গেছেনসন্ত্রাসবিরোধী মামলায় সাবেক যুগ্ম সচিব ও বাঞ্ছারামপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।প্রচারণার প্রথম দিনেই শিবির সমর্থিত জোটের ব্যানার ভাঙচুরপারিবারিক কলহের জেরে স্ত্রীর পরিকল্পনায় মামাতো ভাইয়ের হাতে যুবদল নেতা খুন

‘ইউটিউব প্রজন্মে’ ভর করে জাপানে অভিবাসন বিরোধী রাজনীতির উত্থান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ২:০৯ অপরাহ্ণ
‘ইউটিউব প্রজন্মে’ ভর করে জাপানে অভিবাসন বিরোধী রাজনীতির উত্থান

জাপানের রাজধানী টোকিওর অভিজাত গিনজা এলাকার সড়কে বিদেশিদের আচরণে বিরক্ত ৩৮ বছর বয়সী হেয়ারড্রেসার ইউতা কাতো। তিনি বলেন, “এটা বৈষম্যের বিষয় নয়, কিন্তু ওরা কেন টের পায় না?” — তাঁর অভিযোগ, বিদেশিরা সামাজিক শিষ্টাচার না মেনে রাস্তা আটকে রাখে কিংবা ট্রেনে উচ্চ শব্দে ভিডিও চালিয়ে অন্যান্য যাত্রীদের বিরক্ত করে।

এই বিরক্তিই তাকে ঠেলে দিয়েছে ডানপন্থী রাজনৈতিক দল সানসেইতো-র দিকে, যারা সম্প্রতি অনুষ্ঠিত উচ্চকক্ষ নির্বাচনে ১৪টি আসনে বিজয়ী হয়ে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করেছে। বিদেশিদের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে দলটি তরুণ ভোটারদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে, বিশেষ করে পুরুষ ভোটারদের মধ্যে।

সানসেইতো তাদের রাজনৈতিক বার্তা ছড়িয়ে দিতে ইউটিউব ও সোশ্যাল মিডিয়াকে দক্ষভাবে ব্যবহার করেছে। দলটির “জাপান ফার্স্ট” বার্তাটি অনলাইনে ব্যাপক আলোচিত হয়। যদিও জাপানে বিদেশি নাগরিকের সংখ্যা মোট জনসংখ্যার মাত্র ৩ শতাংশ, সাম্প্রতিক বছরগুলোতে বিপুলসংখ্যক পর্যটকের আগমনে বড় শহরগুলোতে বিদেশিদের উপস্থিতি দৃশ্যমান হয়ে উঠেছে।

দলটি নির্দিষ্ট কোনো অভিবাসী গোষ্ঠীকে সরাসরি লক্ষ্য না করলেও, টোকিওভিত্তিক গবেষক রোমিও মারকানটোনি বলেন, সানসেইতো এমন এক আবেগের ওপর ভর করে চলেছে, যেখানে ‘খারাপ আচরণকারী পর্যটক’ থেকে শুরু করে চীনের ‘গোপন প্রভাব’ নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব পর্যন্ত রয়েছে।

কাতো বলেন, তিনি বিশ্বাস করেন—জাপানে বসবাসকারী চীনারা, যারা সবচেয়ে বড় বিদেশি গোষ্ঠী, ধীরে ধীরে দেশটির নিয়ন্ত্রণ নিচ্ছে। অনলাইনেও চীনবিরোধী অভিবাসনবিরোধী বক্তব্য খুব সাধারণ হয়ে উঠেছে। দলটির নেতা সোহেই কামিয়া ও অন্য নেতারাও বিভিন্ন সময়ে অভিযোগ তুলেছেন, চীনারা জাপানের জমি ও সম্পদ কিনে নিচ্ছে। দলটির ওয়েবসাইটে “বিদেশি শক্তির নীরব আগ্রাসন ঠেকানো” একটি গুরুত্বপূর্ণ নীতির মধ্যে অন্তর্ভুক্ত।

যদিও সানসেইতো এই অভিযোগকে প্রত্যাখ্যান করে বলেছে, তারা জেনোফোবিক (বিদেশিবিদ্বেষী) নয়, তবুও দলের উত্থান জাপানের মূলধারার রাজনীতিতে বিদেশিবিরোধী বক্তব্যের প্রভাব বাড়িয়ে তুলেছে।

এনএইচকে পরিচালিত এক জরিপে দেখা গেছে, ১৮ থেকে ৩৯ বছর বয়সীদের মধ্যে দলটি সবচেয়ে বেশি জনপ্রিয়, যেখানে পুরুষদের অংশগ্রহণ নারীদের তুলনায় বেশি। অন্যদিকে দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), যারা এবারের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, তাদের সমর্থন মূলত ৭০ বছরের বেশি বয়সী নাগরিকদের মধ্যে সীমাবদ্ধ।

সানসেইতো তরুণ ভোটারদের সঙ্গে সংযোগ গড়ে তুলতে এলডিপির চেয়ে অনেক এগিয়ে। দলটির ইউটিউব চ্যানেলের অনুসারী এলডিপির তুলনায় তিন গুণ বেশি এবং ব্যবহারকারীদের সম্পৃক্ততা (engagement) অনেক বেশি। আসাহি সংবাদপত্রের এক গবেষণায় দেখা গেছে, তাদের ভিডিওতে প্রতিক্রিয়া, মন্তব্য ও শেয়ারের হার অন্যান্য দলের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি।

কান্দা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক জেফরি হল বলেন, “এরা ইউটিউবের দল।” হল জাপানে ডানপন্থী রাজনীতির ওপর একটি বইও লিখেছেন।

সানসেইতো ২০২০ সালের কোভিড-১৯ মহামারির সময় উদ্ভব হয়, তখন তারা টিকা নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব ছড়ায়। পরবর্তীতে অভিবাসনবিরোধী অবস্থান এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সংকটে পড়া পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে দলটি নিজেদের জনপ্রিয়তা বাড়াতে সক্ষম হয়। দলটি আরও দাবি করে, তারা জাপানের শান্তিপূর্ণ সংবিধান বাতিল করতে চায় এবং সম্রাটের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করতে চায়—এ ধরনের দাবিকে অনেক সময় ‘ফ্রিঞ্জ’ বা প্রান্তিক রাজনীতির আওতায় ধরা হয়, যা সাধারণত শহরজুড়ে সামরিক সংগীত বাজানো কালো ট্রাকের মাধ্যমে প্রচারিত হয়।

তবে সাধারণ মানুষের কাছে এতদিন এসব বিষয় অবজ্ঞার চোখে দেখা হলেও, সানসেইতো এখন ইউরোপের আফডি (AfD, জার্মানি) বা ব্রিটেনের রিফর্ম ইউকের মতো ডানপন্থী দলগুলোর সাফল্যের পথ অনুসরণ করতে চায়।

গত সোমবার টোকিওর ব্যস্ত শিনবাশি ট্রেন স্টেশনের বাইরে সানসেইতোর নির্বাচিত সংসদ সদস্যদের এক সমাবেশে করতালি দিয়ে স্বাগত জানান সমর্থকেরা। ৪৭ বছর বয়সী গৃহিণী এরিকো হারাদা, যিনি ‘সামুরাই স্পিরিট’ লেখা হেডব্যান্ড পরে কিমোনোতে উপস্থিত ছিলেন, বলেন, “এবার প্রথমবারের মতো আমি ভোট দিয়েছি। তারা কাজ করে দেখাবে।”

তবে দলটির উত্থান বিরূপ প্রতিক্রিয়াও সৃষ্টি করেছে। অনেকেই আশঙ্কা করছেন, তারা জেনোফোবিয়াকে স্বাভাবিক করে তুলছে। সমাবেশস্থলে উপস্থিত ছিলেন প্রতিবাদকারী মিরোকো কাতো, ৪২ বছর বয়সী এক হাইকু কবি। তিনি বলেন, “মানুষ এখন মিথ্যার ফাঁদে পড়ছে, নিজেদের অর্থনৈতিক কষ্ট বা রাজনৈতিক হতাশা অন্যদের ওপর চাপিয়ে দিচ্ছে। আমরা বলতে এসেছি—আমরা নজর রাখছি!”

প্রেমিকের হাত ধরে উধাও স্ত্রী, ফিরে পেতে সবার কাছে দোয়া চাইলেন স্বামী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২০ অপরাহ্ণ
প্রেমিকের হাত ধরে উধাও স্ত্রী, ফিরে পেতে সবার কাছে দোয়া চাইলেন স্বামী

জামালপুরে স্বামীকে ছেড়ে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে প্রেমিকের সঙ্গে চলে গেছেন আয়েশা খন্দকার (২২) নামে এক গৃহবধূ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের পাথালিয়া বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

চার বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে স্ত্রী পালিয়ে যাওয়ায় স্বামী তানজিদ ইসলাম অন্তর কান্নায় ভেঙে পড়েছেন। স্ত্রীর ফিরে আসার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে পারিবারিকভাবে আয়েশার সঙ্গে তানজিদের বিয়ে হয়। দুই বছরের মধ্যে আয়েশার জীবনে আরেক পুরুষের উপস্থিতি টের পান স্বামী, যা থেকে দাম্পত্য কলহ বাড়তে থাকে। পরবর্তীতে সেই পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আয়েশার।

বৃহস্পতিবার সকালে তানজিদ ঘুম থেকে উঠে দেখেন স্ত্রী ঘরে নেই। ওয়ারড্রোব থেকে তিন ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লাখ পঁইত্রিশ হাজার টাকা নিখোঁজ। স্ত্রীকে খুঁজতে শহরের বিভিন্ন স্থানে ব্যর্থ হয়ে তিনি সদর থানায় লিখিত অভিযোগ করেন।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, “ঘটনাটি নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।”

হাঁসের মাংস বিক্রেতা ভাইরাল শাকিলার পরকীয়ার জেরে স্বামীর আত্মহত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩০ অপরাহ্ণ
হাঁসের মাংস বিক্রেতা ভাইরাল শাকিলার পরকীয়ার জেরে স্বামীর আত্মহত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভাইরাল শাকিলার পরকীয়ার জেরে আলমগীর মিয়া (২৬) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে নিহতের বড় ভাই খোরশিদ মিয়া বাদী হয়ে স্ত্রী শাকিলা, শ্যালক শাকিল ও সাকিবের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত আলমগীর হোসেন গাজীপুরের কালীগঞ্জ থানার মধ্যপাড়া গ্রামের মৃত সাদেক মিয়ার ছেলে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পাঁচ বছর আগে রূপগঞ্জের পূর্বাচলের ১৩ নম্বর সেক্টরের বিরুলিয়া এলাকার শাকিলার সঙ্গে আলমগীরের বিয়ে হয়। বিয়ের পর থেকে শাকিলা ভাইদের সহায়তায় স্বামীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর শাকিলা এক পরকীয়ায় জড়িয়ে পড়েন। সেই প্রেমিকের সঙ্গে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়লে দাম্পত্য কলহ চরমে ওঠে। এর ধারাবাহিকতায় নির্যাতনের মাধ্যমে আলমগীরকে আত্মহত্যায় প্ররোচিত করা হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।

নিহতের ভাই খোরশিদ মিয়া বলেন, “পরিকল্পিতভাবে স্ত্রী ও শ্যালকরা আমার ভাইকে নির্যাতন ও প্ররোচনার মাধ্যমে আত্মহত্যা করতে বাধ্য করেছে।”

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পরিবার সূত্রে জানা গেছে, রোববার (৩১ আগস্ট) সকালে রূপগঞ্জের নীলা মার্কেটসংলগ্ন শ্বশুরবাড়িতে আলমগীরের সঙ্গে শ্যালক শাকিল ও সাকিবের ঝগড়া হয়। এ সময় তারা আলমগীরের মোটরসাইকেলের কাগজপত্র পুড়িয়ে ফেলেন। পরে সন্ধ্যায় শ্যালক সাকিব ফোন করে জানান, আলমগীর কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে আশিয়ান মেডিকেল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নুরের ওপর সেনা-পুলিশের হামলা ‘ন্যাক্কারজনক’, সেনাবাহিনীর নিঃশর্ত দুঃখপ্রকাশের দাবি নাহিদের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৭ অপরাহ্ণ
নুরের ওপর সেনা-পুলিশের হামলা ‘ন্যাক্কারজনক’, সেনাবাহিনীর নিঃশর্ত দুঃখপ্রকাশের দাবি নাহিদের

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর সেনা-পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি ঘটনাটিকে ‘ন্যাক্কারজনক’ বলে উল্লেখ করে আইএসপিআর-এর বিবৃতি প্রত্যাহার করে সেনাবাহিনীর পক্ষ থেকে জনগণের কাছে নিঃশর্ত দুঃখ প্রকাশের আহ্বান জানান।

রবিবার (৩১ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সামনে তিনি এসব মন্তব্য করেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশে অরাজক পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, জুলাই সনদে গত তিনটি জাতীয় নির্বাচন অবৈধ ঘোষণা করা হয়েছে। সেই অবৈধ নির্বাচনগুলোর সহযোগী জাতীয় পার্টিকে দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে।

তিনি সতর্ক করে বলেন, “যারা ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের জনগণই প্রতিরোধ করবে। নব্বইয়ের গণঅভ্যুত্থানের পর যে ভুল হয়েছিল, এবার তার পুনরাবৃত্তি হবে না।”

এনসিপি আহ্বায়ক আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে নির্বাচন, সংস্কার ও নতুন সংবিধান-সবকিছুই করতে হবে।